Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা এবং ধাপসমূহ
বিস্তারিত

সেবার তালিকাঃ ক্রনং সাংস্কৃতিক কার্যক্রম: ১। শিশুদের জন্য ২ থেকে ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। প্রশিক্ষিনের বিষয়গুলো হচ্ছে - সংগীত ও চিত্রাঙ্কন ইত্যাদি। ২। বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে শিশুদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ৩। দু:স্থ শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষন গ্রহনের সুযোগ রয়েছে। ৪। গুরুত্ব গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহনের সুযোগ রয়েছে এছা এছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, মৌসুমী প্রতিযোগিতা, বিশ্বশিশু দিবস , শিশু অধিকার সপ্তাহ, বাংলা নববর্ষ উদযাপন শিশুদেশিক্ষা সফর, আনন্দমেলা, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীসহ আরো অন্যান্য গুরুত্বপূণৃ অনুষ্ঠান উদযাপন করা হয় এবং এ সকল অনুষ্ঠানে সকল শ্র শিশুদের ব্যাপক অংশগ্রহনের সুযোগ রয়েছে। ৫। প্রাক-প্রাথমিক কার্যক্রম : সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয় নামে 2টি কেন্দ্রে প্রতি বছর মোট 60জন (ষাট) জন শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। ৬। শিশু একাডেমির লাইব্রেরী শিশুদের জন্য উন্মুক্ত। শিশুরা এখানে এসে তাদের পচ্ছন্দমত বই পড়তে পারে। লাইব্রেরী ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। ৭। শিশুদের পাঠ্যাভাস বৃদ্ধির লক্ষ্যে দেশের খ্যাতিমান লেখকদের লেখা বই শিশু একাডেমীর প্রকাশনা বিভাগ থেকে প্রকাশ করা হয়ে থাকে। শিশু একাডেমীর লাইব্রেরীতে এসব বই বিক্রয় করা হয়। ৮। শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত শিশু পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় এবং এই পত্রিকায় শিশুদের লেখা ও আকা ছবি প্রকাশের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে শিশু বিশ্বকোষ,মনীষীদের জীবনী, বিজ্ঞান গ্রন্থ ইত্যাদি। ৯। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংকণ প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহনের ক্ষেত্রে সহযোগিতা করা হয়। শিশুদের মানষিক বিকাশসহ সার্বিক উন্নয়নে শিশু একাডেমি কাজ করে যাচ্ছে।নাম(.doc format- এ) ৫.১ ২ থেকে ৩ বছর মেয়াদী সংগীত, চিত্রাঙ্কন, ইত্যাদি সাং;স্কৃতিক প্রশিক্ষন বিভাগে প্রতি বছর জানুয়ারি মাসে শিশুদের ভর্তি করা হয়। ৫.২ শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক নামে দুইটি শিক্ষা কেন্দ্রে সুবিধাবঞ্চিত ৬০ জন ছাত্র/ছাত্রীকে সেবা প্রদান করা হয়।সিটিজেন চার্টারবাংলাদেশ শিশু একাডেমিলালমনিরহাট জেলা শাখা।email: bsalalmonirhat123@gmail.com সিটিজেন চার্টারবাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মানসিক বিকাশের লক্ষে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নানামুখী প্রশিক্ষণ গ্রন্থাগার সেবা, এবং বই পত্রিকা বিক্রয় কার্যক্রম । ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ক্র: সেবার নাম সেবা প্রদানের সর্বোচ্চ সময় প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তি স্থান সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল উর্দ্ধতন কর্মকর্তার পদবি,রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল ১. শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম কর্মসূচী ০৭ দিন জন্মনিবন্ধন সনদ। বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা। বিনামূল্যে বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা(ভারঃ) রুম নম্বর 01জেলা কোড 5200০৫৯১-৬১২৬১০১৭১৬৫৮৬৮৩৮ bsalalmonirhat123@gmail.com পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি, রুম নম্বর –105 ঢাকা জেলা কোড- 0000 টেলিফোন 02-9550317 এবং ইমেইলanjirlitonbd@gmail.com ২. শিশু মনন, মেধা ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা। বিনামূল্যে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ ঐ ৩. শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ শিশুদের সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক উন্নয়ন ও সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের উদ্দেশ্যে শিশুদের সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন, প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি বছর (জানুয়ারি-ডিসেম্বর) সেশনে শিশুদের ভর্তি করা হয়। অস্বচ্ছল অভিভাবকদের আবেদনের ভিত্তিতে তাদের শিশুদের এবং প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মেয়াদ ৩ বছর। সেবা প্রদানের সর্বোচ্চ ০৭ দিন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, ছবি, জন্মনিবন্ধন সনদ। বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা। বার্ষিক এককালীন টাকা ৯৪০/-ফি এর মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দ ঐ ৪. শিশুদের জন্য বিভিন্ন পুস্তক ও শিশু পত্রিকা বিক্রয় সকাল ৯.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত প্রযোজ্য নহে। -- বিভিন্ন কমিশনে পুস্তক ও শিশু পত্রিকা বিক্রয় করা হয়। কর্মকর্তা, কর্মচারী ঐ ৫. লাইব্রেরী কর্ণার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত লাইব্রেরি সদস্য কাড। বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা। বিনামূল্যে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ ঐ (মোঃ তুহিনুর রহমান) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা।